৩ নং ডমুরুয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বাবুপুর শ্রীপুর (টট্ররিয়া) গ্রামে অবস্থিত
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট থেকে সিএনজি/ রিক্সা/বাস যোগে গাজীর হাট বাজার। গাজীর হাট বাজার থেকে দক্ষিনে ৪০০গজ ভিতর মাজার খানা অবস্থিথ। ভাড়ার হার ২০ টাকা জনপ্রতি, (সিএনজি যোগে) (দেশের প্রত্যন্ত অঞ্চল ও দেশের বাহির থেকে হাজার হাজার লোকের আগমন ঘটে)।
খাদেম জনাব শামছুদ্দোহা জীবন, এম,কম
বাবুপুর শ্রীপুর (টট্টরিয়া) গাজী বাড়ীর মাজার
৩ নং ডমুরুয়া ইউনিয়ন
গ্রাম, বাবুপুরশ্রীপুর, ডাকঘরঃ গাজীরহাট, উপজেলাঃ সেনবাগ, জেলাঃ নোয়াখালী।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলাধীন ৩ নং ডমুরুয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বাবুপুর শ্রীপুর (টট্টরিয়া) গাজী বাড়ীর সামনে মাজারটি অবস্থিত। মাজারটি প্রতিষ্ঠিত হয় ১৩৪৯ বাংলা সনে। গাজী মাওলানা এয়াকুব সাহেব কে নিয়ে মাজারটি প্রতিষ্ঠিত হয়। তিনি জন্ম গ্রহন করেন বেগমগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের পাটোয়ারী বাড়ীতে। সেখান থেকে ধর্মীয় লাইনে পড়া লেখা করে দাখিল পাশ করেন। পরে কলিকাতা দেওয়ানী মাদ্রাসা থেকে তিনি টাইটেল পাশ করেন। সেখানে তিনি জৈনপুরী পীর সাহেবের মুরিদ হন । পীরসাহেবের নির্দেশে তিনি বিভিন্ন জায়গায় ধর্মীয় ওয়াজ করতে থাকেন। একদিন পীর সাহেব তাকে একটি ধর্মীয় যুদ্ধে অংশগ্রহন করতে বললে সে যুদ্ধে অংশ গ্রহন করে জয়ী হন, এ জন্য পীর সাহেব তাকে গাজী হিসাবে উপাধী দেন। তিনি পীরের নির্দেশে তরিকত, হাকিকত শেষ করে পরে মারফতি লাইনে এসে মাইজ ভন্ডার দরবার শরীফে হযরত আহাম্মদ উল্লাহ সাহেবের নিকট মুরিদ হন। লোক মারফত জানা যায় তিনি বিভিন্ন অলৈকিক ক্ষমতা দেখাইতেন, এবং এর অনেক প্রমান ও পাওয়া গিয়াছে। তিনি প্রতি বছর ফেব্রুয়ারী মাসের ২ তারিখে একটি মাহফিল করতেন, মাহফিলে তাহার অনেক ভক্তগন উপস্থিত ত্থাকতেন। ১৩৪৯ বাংলায় তিনি মৃত্যু বরণ করেন। বর্তমানে তাহার উত্তরসুরীরা একই তারিখে উক্ত ওরশটি করেন এবং উক্ত ওরশে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। একদিনের ওরশে প্রায় ৬০/৭০ টি গরু মহিষ জবাই করে তবারক বিতরণ করেন। এ ছাড়া তাহার মৃত্যু দিবস ১লা আশ্বিনে একটি ছোট ওরশ করেন। মাওলানা গাজী এয়াকুব সাহেবের মাজারটি দেখতে খুব সুন্দর। প্রতিদিন জিয়ারতের উদ্দেশে অনেক লোক আসেন। মাজারটি নোয়াখালী জেলা থেকে প্রায় ২৯ কিঃ মিঃ দুরত্ব ও উপজেলা সদর থেকে ০৫ কিঃ মিঃ দূরত্ব অবস্থিত। যাতায়াতের মাধ্যম প্রাইভেট, সি এন জি অটো রিক্সা, ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS