৩নং ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে
ভাড়া সেনবাগ উপজেলা হতে সিএনজি যোগে ৩০ টাকা
মতইন বৌদ্ধ বিহার
৩ নং ডমুরুয়া ইউনিয়ন
গ্রাম, মতইন, ডাকঘরঃ মতইন, উপজেলাঃ সেনবাগ, জেলাঃ নোয়াখালী।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলাধীন ৩ নং ডমুরুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মতইন বৌদ্ধ বাড়ীর সামনে মন্দিরটি অবস্থিত। মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ১৯১০ খ্রি.। রাস্তার পাশে হওয়ায় মন্দিরটি ১৯৯৩ সালে সাম্প্রদায়িক দাঙ্গা হামলায় ভাংচুর হয়। পরবর্তিতে রাস্তার পাশ থেকে বাড়ীর ভিতরে স্থানান্তর ও পুন নির্মান করা হয়। মন্দিটির প্রতিষ্ঠিতা ছিলেন দশম সংঘরাজ জ্যোতিপাল মহাথের । মতইন বৌদ্ধ বাড়ীটিতে প্রায় ১৭০ জন লোক বাস কর। প্রতিদিন গড়ে ৬০/70 জন লোক মন্দিরটিতে এসে উপসনা করে। মন্দিরটিতে একজন বৌদ্ধ ভিক্ষুক আছে তিনি মন্দিরটি সার্বিক দেখাশুনা করে। প্রতিবছর এক বার তাদের একটি বৌদ্ধ ভিক্ষুক সমাবেশ হয়। উক্ত সভায় বিভিন্ন জেলা থেকে অনেক বৌদ্ধ ভিক্ষুক অংশ নেয়, এবং তাদের ধর্মিয় বিষয়ে আলোচনা হয়। বিহারটিতে কয়েকটি মুক্তি আছে সে গুলো দেখতে খুব দৃস্টি নন্দন। মন্দিরটি সরকারী ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নি-গোষ্টি তহবিল হতে কয়েক বার বরাদ্ধ প্রদান করে সংস্কার করা । মন্দিরটি নোয়াখালী জেলা থেকে প্রায় ৩৩ কিঃ মিঃ দুরত্ব ও উপজেলা সদর থেকে ০৭ কিঃ মিঃ দূরত্ব অবস্থিত। যাতায়াতের মাধ্যম প্রাইভেট, সি এন জি অটো রিক্সা, ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS