নলুয়া মিয়া বাড়ী জামে মসজিদ
গ্রাম, নলুয়া, ডাকঘরঃ কানকিরহাট, উপজেলাঃ সেনবাগ, জেলাঃ নোয়াখালী।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলাধীন ৩ নং ডমুরুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নলুয়া মিয়া বাড়ীর সামনে নলুয়া মিয়া বাড়ী জামে মসজদটি অবস্থিত। মসজদটি প্রতিষ্ঠিত হয় ১৮৩৬ খ্রি.। মসজিদটির প্রতিষ্ঠিতা ছিলেন মরহুম সামছুদ্দিন মিয়াঝি। মসজিদটি বর্তমানে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় এবং আকারে ছোট হওয়ায় মসজিদটি স্থানান্তর ও পূন নির্মানের কাজের উদ্যোগ গ্রহন করেন ঐতিয্যবাহি মিয়া বাড়ীর কৃতি সন্তান জনাব নুর এ আলম চৌধুরী পাপ্পু । মসজিদটি ২০১৮ সালে নির্মান কাজ হাতে নেন এবং ২০২০ সালে সেপ্টেম্বর মাসে উদ্ভোদন করেন। মসজিদটি নির্মান ব্যয় হয় আনুমানিক ৫ কোটি টাকা । মসজিদটি ৪৮ শতক জায়গার মধ্যে অবস্থিত। মুল ভবন টি ৩৬০০ বর্গ ফুটে অবস্থিত। মসজিটি দু তলা বিশিষ্ঠ্য এবং এক সাথে ৫০০ জন লোক নামাজ আদায় করার ব্যবস্থা আছে। ২য় তলায় মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা আছে। মসজিদটিতে ৫০ জন লোক এক সাথে অজু করার ব্যবস্থা ও পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা আছে। এছাড়া পুরো মসজিদটি সেন্ট্রাল এসি দ্বারা নিয়ন্ত্রিত । ইমাম সাহেবের জন্য আলাদা ভবন ব্যবস্থা আছে। মসজিটি অত্যান্ত মনোরম পরিবেশ ও দৃস্টি নন্দন। মসজিটির সামনে অনেক খালি জায়গা আছে। মসজিটি সামনে সুন্দর ফুলের বাগান আছে। পুরো মসজিদটি সিসি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রিত। মসজিদটি বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে। মসজিদটি দেখার জন্য ও নামাজ পড়ার জন্য প্রতিদিন দুর দুরান্ত থেকে অনেক লোকের সমাগম হয়। মসজিটি নোয়াখালী জেলা থেকে প্রায় ৩০ কিঃ মিঃ দুরত্ব ও উপজেলা সদর থেকে ০৫ কিঃ মিঃ দূরত্ব অবস্থিত। যাতায়াতের মাধ্যম প্রাইভেট, সি এন জি অটো রিক্সা, ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস